• আজ রবিবার
    • ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আমীর খসরুকে

    পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আমীর খসরুকে

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২৩ | ২:৫২ অপরাহ্ণ

    পল্টন থানার পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। সেই সাথে আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে।

    শুক্রবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ।

    তিনি জানান, পুলিশ হত্যা ও সহিংসতায় ইন্ধনদাতারা গ্রেপ্তার হচ্ছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

    এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর গুলশান ২ নাম্বারের একটি বাসা থেকে আমীর খসরুকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

    প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। যা শুরুর কিছুক্ষণ পর দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অর্ধশতাধিক পুলিশসহ বিএনপির অনেক নেতাকর্মী।

    এ ঘটনায় গত রবিবার বিএনপির নেতাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়। মামলাটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির অনেক সিনিয়র নেতাকে আসামি করা হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১