- আজ সোমবার
- ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভ ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৭ অপরাহ্ণ
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। সম্প্রতি তার নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে ফাদ তৈরি করেছে। অনেকের হোয়াটসঅ্যাপে মিসডকল দিচ্ছে এই নাম্বারটি থেকে, এরপর কল ব্যাক করলেই ঘটছে বিপত্তি। বিষয়টি নায়িকার নজরে আসতেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন পূর্ণিমা।
এ প্রসঙ্গে নিজের ফেসবুকে পূর্ণিমা লিখেছেন, বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন ও জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দেবেন। আমার একটাই মোবাইল নম্বর আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না মিসড কল তো দেই না।
এরপর তিনি লেখেন, কোনো একটা চক্র বিভিন্ন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসড কল দিচ্ছে। সেই কাজ আমি করছি না, সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নম্বর থেকে কল বা ম্যাসেজ আসলে এড়িয়ে যাবেন।
বড়পর্দায় আগের মতো নিয়মিত নন পূর্ণিমা। মাঝেমধ্যে ছোটপর্দায় দেখা যায়। পাশাপাশি উপস্থাপনায় সময় দেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আহারে জীবন’, ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবি তিনটি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |