• আজ রবিবার
    • ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পূর্ব ইউক্রেনের স্বশাসিত অঞ্চলে ব্যাপক গোলাগুলি

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৪৪ অপরাহ্ণ

    ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হওয়া ডনবাসের স্বশাসিত দুটি অঞ্চলে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। সেখানকার সশস্ত্র বিদ্রোহী নেতাদের দাবি, তাদের অবস্থানে রবিবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের সরকারি বাহিনী।

    স্থানীয় কর্মকর্তাদের বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি তাদের খবরে জানিয়েছে, ডোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এবং প্রতিবেশী লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

    এ বিষয়ে ডিপিআর-এর মুখপাত্র এডুয়ার্ড বাসুরিন রুশ মিডিয়াকে বলেন, এই মুহূর্তে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। যে হামলা চালানো হয়েছে তার প্রায় সাতশ অস্ত্র শনাক্ত করেছি। এলপিআরের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে।

    তবে মস্কো সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীদের নতুন করে দাবির বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিয়েভের। যদিও ডনবাসের বিদ্রোহীরাই উত্তেজনা সৃষ্টি করছে বলে বারবার অভিযোগ করে আসছে ইউক্রেন। ইতোমধ্যে রুশ বিদ্রোহীদের হামলায় দুই ইউক্রেনীয় সেনা প্রাণও হারিয়েছেন। তাদের এই ধরনের উসকানিতে দেশটি পা দেবে না বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

    রুশপন্থী বিদ্রোহীরা ২০১৪ সাল থেকেই ‍লুহানস্ক ও ডোনেস্ক দখল করে আছে উল্লেখ্য,২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। ওই সময়ে সংঘাত থামাতে বেলারুশের রাজধানী মিনস্কে চুক্তি সই হয়। রাশিয়া,ইউক্রেন এবং অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এই তৃপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১