- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ অক্টোবর ২০২৪ | ৮:৩৩ অপরাহ্ণ
৪০ লাখ কিলোমিটার গতিতে ধেয়ে আসা সৌরঝড়টি ১ থেকে ৫ স্কেলের মধ্যে ভয়ংকর শক্তিশালী চতুর্থ মাত্রার আওতাভুক্ত। সৌরঝড়টির প্রভাবে ব্যাহত হতে পারে ইন্টারনেট, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎকেন্দ্র এবং স্যাটেলাইট অপারেশন। খবর সিএনএন এর।
জানা গেছে, শক্তিশালী এই সৌরঝড়টি ইস্টার্ন টাইমস (ইটি) বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর থেকে দুপুর ১২টার মধ্যে পৃথিবীতে প্রভাব ফেলতে শুরু করতে পারে। আশঙ্কা করা হচ্ছে ঝড়টি শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে পারে। ইস্টার্ন টাইমের চেয়ে বাংলাদেশের স্থানীয় সময় ১০ ঘণ্টা এগিয়ে।
নাসা জানিয়েছে, সৌরঝড়টি ইস্টার্ন টাইমস (ইটি) বৃহস্পতিবার মধ্যরাতের আগে যেকোন সময় পৃথিবীতে প্রভাব ফেলতে পারে। তখন ঝড়ের বিকিরণের কারণে পৃথিবীর চৌম্বকক্ষেত্র প্রভাবিত হবে। তবে এর প্রভাব কতটা শক্তিশালী হবে বা কতক্ষণ স্থায়ী হবে তা জানা যায়নি।
উল্লেখ্য, সূর্যপৃষ্ঠের সানস্পট এআর৩৮৪২ অঞ্চল থেকে এই ঝড়ের সূত্রপাত। গত মঙ্গলবার এই অঞ্চলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় শক্তিশালী সৌরঝড়টি তৈরি হয়। এটি পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠে শক্তিশালী ভূচুম্বকীয় ঝড় তৈরি করতে পারে। এর বৈদ্যুতিক ও চুম্বকীয় বিকিরণের ফলে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন হতে পারে।