- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ২:৫৬ অপরাহ্ণ
রুশ-ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যেই শনিবার পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন সেনাদের প্রথম দল। পূর্ব ইউরোপে ন্যাটো মিত্রদের শক্তিশালী করার লক্ষ্যেই তাদের সেখানে পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রেজেসো সামরিক ঘাঁটিতে পৌঁছেছে মার্কিন সেনারা।
পোল্যান্ডের সামরিক সূত্র জানিয়েছে, ছোট একটি উড়োজাহাজে করে ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন সেনারা।
টিভি ফুটেজে দেখা গেছে, নিকটবর্তী শহর জাসিওনকায় অস্থায়ী আবাসন প্রস্তুত করা হচ্ছে।
পোলিশ বাহিনীর একজন মুখপাত্র জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী, মার্কিন বাহিনীর ৮২ তম এয়ারবর্ন ডিভিশন থেকে ব্রিগেড ব্যাটল গ্রুপের প্রথম ফোর্স পোল্যান্ডে পৌঁছেছে।
এর আগে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনাকে ঘিরে গত বুধবার পূর্ব ইউরোপে আরও তিন হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগন জানায়, জার্মানিতে অবস্থানরত মার্কিন বাহিনীর এক হাজার সদস্যকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে। আর দুই হাজার সেনাকে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড ও জার্মানিতে মোতায়েন করা হবে।
এরইমধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের কিছু সেনাসদস্যকে জার্মানিতে পাঠানো হয়েছে।