• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল

    প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৫ | ৮:০৫ অপরাহ্ণ

    নারীদের বিপিএল শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—এমন আলোচনা বেশ কয়েকবার হয়েছে। সর্বশেষ বিসিবি সভাপতি ফারুক আহমেদও বলেছিলেন পরিকল্পনার কথা। এবার সেটি আলোর মুখ দেখতে চলেছে। আগামী ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল।

    চট্টগ্রামে শুক্রবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সেখানে নারী বিপিএলের বিষয়টি নিশ্চিত করেন তিনি। দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে টুর্নামেন্টটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন বিসিবি পরিচালক।

    নাজমুল আবেদীন বলেন, ‘কিছুদিন ধরেই বোর্ড ভাবছিল নারী ক্রিকেটকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়। সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না তা নিয়ে চিন্তা ভাবনা ছিল। আজ সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব। আমরা উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করব।’

    প্রথম আসর অনুষ্ঠিত হবে তিনটি দল নিয়ে। প্রতি দলে একজন করে বিদেশি ক্রিকেটার থাকবে। টুর্নামেন্টের একটা খসড়াও দেন নাজমুল আবেদীন। কোথায়, কীভাবে, কবে থেকে হবে—এসব ব্যাপারে খসড়া দিয়েছেন তিনি।

    বিসিবি পরিচালক বলেন, ‘তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে। প্রতি দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ আছে। এটা বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। ৮-৯ দিনের ভেতর শেষ হবে।’

    ডাবল লিগ পদ্ধতিতে হবে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগটি। তিন দল দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সাত ম্যাচের বিপিএলের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১