- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ মার্চ ২০২২ | ৩:২৮ অপরাহ্ণ
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব, তামিম, মাহমুদউল্লাহদের সময়টা ভালো কাটেনি। প্রশ্ন উঠেছে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। বিশেষ করে মাহমুদউল্লাহর ধীরগতির ব্যাটিং এখন কাঠগড়ায়। এমন সমালোচনার মুখেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাহমুদউল্লাহদের টি-টোয়েন্টি মিশন। দুই ম্যাচ সিরিজের আগের দিন মাহমুদউল্লাহ বিরক্ত কণ্ঠে জানালেন, আফগানদের বিপক্ষে প্রথম বল থেকেই মারবেন তিনি।
ওয়ানডে সিরিজে তিন ইনিংসে মাহমুদউল্লাহর রান ৫৪.৪৩, স্ট্রাইকরেট ৪৩। তিন ম্যাচে মাত্র একটি চার এসেছে অভিজ্ঞ এই ব্যাটারের কাছ থেকে। গড় ৪৩ হলেও এই ডানহাতি ব্যাটসম্যান পরিস্থিতি বুঝে খেলতে পারেননি।
কিন্তু ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘আমি ইনশাল্লাহ্ কাল (বৃহস্পতিবার) প্রথম বল থেকেই মারবো। চার মারার চেষ্টা করবো, ছয় মারার চেষ্টা করবো।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচেই ব্যর্থ ছিলেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে বিপদে পড়া দলকে উদ্ধার করতে পারেননি। ১৪ রানের ইনিংস খেলে রশিদ খানের বলে বাজে শটে আউট হয়েছেন। দ্বিতীয় ম্যাচে তো মাত্র ৬ রানে অপরাজিত থেকেছেন। আর শেষ ম্যাচে তিন ব্যাটারকে রান আউট করে পড়েন তীব্র সমালোচনার মুখে। ছয়ে নেমে ৫৩ বলে খেলেছেন ২৯ রানের অপরাজিত ইনিংস। যাতে ছিল না কোনও বাউন্ডারিও। এখন তাই ওয়ানডে সিরিজ ভুলে নতুন শুরুর অপেক্ষায় মাহমুদউল্লাহ। সংবাদ সম্মেলনে বলেও গেছেন, রশিদ-মুজিবদের বিপক্ষে প্রথম বল থেকেই আগ্রাসী মনোভাবে খেলবেন।