• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে সাকিব খেলবেন

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ এপ্রিল ২০২১ | ৩:৩৬ অপরাহ্ণ

    সাকিব আল হাসান আবার ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে।  ২০১৮ আর ২০১৯—এই দুটি আইপিএল সাকিব খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। গত মৌসুমটা নিষিদ্ধ থাকায় স্বাভাবিকভাবেই আইপিএল থেকে দূরে ছিলেন তিনি।  এবার পুরোনো সৈনিককে কলকাতা যে যথেষ্ট চিন্তাভাবনা করেই ফিরিয়েছে, সেটি বোঝা যায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এউইন মরগানের কথাতেই।

    মরগানের মতে, কলকাতা নাইট রাইডার্স শিবিরে সাকিব ভারসাম্য এনেছেন। সাকিবের দলের জন্য সম্পদ এবং তার অলরাউন্ডিং ভূমিকা দলকে করেছে সমৃদ্ধ।

    মরগান বলেন, ‘সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য অবশ্যই বাড়বে। তাছাড়া এই সময় উপ মহাদেশের পিচগুলো ক্রমশ মন্থর হয়ে যায়। তাই ওর মতো বাঁহাতি স্পিনার দলের সম্পদ। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব কত বড় ব্যাটসম্যান, সেটা সকলেই জানি। তাই ও থাকায় দল সমৃদ্ধ হল। ’

    আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রয়েছে কলকাতার প্রথম ম্যাচ।

    আজকের ম্যাচে সাকিব খেলছেন কিনা-এ বিষয়ে অধিনায়ক মরগান সরাসরি কোনো মন্তব্য না করলেও ইঙ্গিত দিয়েছেন, প্রতিটি ম্যাচেই সাকিবকে দরকার।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১