- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ এপ্রিল ২০২২ | ৪:৩০ অপরাহ্ণ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আরও সাত জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণের সময় প্রদীপ আদালতে উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। আগামী ১৩ এপ্রিল এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বেঞ্চ সহকারী মো. মুসা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রদীপ কুমার দাশকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়।
দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলায় বৃহস্পতিবার আদালতে সাত জন সাক্ষ্য দিয়েছেন।
গত ৪ এপ্রিল এ মামলায় প্রথম প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ওইদিন ইনকাম ট্যাক্সের তিন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছিলেন।
এর আগে এই মামলায় উচ্চ আদালতে স্থগিতাদেশ চেয়েছিলেন প্রদীপ, কিন্তু আদালত তা দেননি। এ কারণে তার মামলায় সাক্ষ্য গ্রহণ হলেও জেরা শুরু হয় ৪ এপ্রিল থেকে। তবে তার স্ত্রী চুমকির সাক্ষ্য গ্রহণ আগে থেকে চালু আছে। চুমকি কারন শুরু থেকেই পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, ‘দুদকের মামলায় হাজিরা দেওয়ার জন্য গত ২ এপ্রিল গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। গত ৪ এপ্রিল এবং আজ (৭ এপ্রিল) এ মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণ হয়।’
২০২০ সালের ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২১ সালের ১৫ ডিসেম্বর এ মামলায় চার্জ গঠনের মাধ্যমে প্রদীপ ও চুমকি কারনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ।