- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২১ | ৫:৪৪ অপরাহ্ণ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো দেখা যায়নি ওয়েস্ট ইন্ডিজকে। বাজে পারফরম্যান্সের সঙ্গে দল নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ১৫ সদস্যের মূল দলে জেসন হোল্ডারকেই রাখা হয়নি। এত বিতর্কের পর এবার প্রধান নির্বাচক রজার হার্পারকে বরখাস্ত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
সাবেক ক্যারিবীয় ক্রিকেটার হার্পার ২০১৯ সালে দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচক হয়েছিলেন। আগামী ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি নয়। আগেই তাকে বিদায় জানিয়ে দিয়েছে। হার্পারের মতো চুক্তি নবায়ন হচ্ছে না নির্বাচক সহযোগী মাইলস বাসকম্বেরও। তাকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
হার্পারের অধীনে দলের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। ১৬ টেস্টে জয় ছিল ৫টি, ২১ ওয়ানডেতে ১১টি ও ৩৯ টি-টোয়েন্টির মাঝে ১৪টিতে জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের।
আগামী জানুয়ারিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রধান নির্বাচকের খোঁজে মাঠে নামবে। ততদিন দল নির্বাচনের গুরু দায়িত্ব পালন করবেন হেড কোচ ফিল সিমন্স। তাকে সহযোগিতা করবেন বিভিন্ন ফরম্যাটের অধিনায়কেরা। টেস্টের অধিনায়ক হিসেবে রয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট, সীমিত ওভারে কিয়েরন পোলার্ড।