- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুলাই ২০২২ | ৩:৪৩ অপরাহ্ণ
কলকাতার সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করবেন সিয়াম আহমেদ। তার বিপরীতে থাকছেন আয়ুষী। পারিবারিক গল্পের এই সিনেমায় নাম এখনো ঠিক হয়নি। সায়ন্তন ঘোষাল পরিচালিত সিনেমায় আরও দেখা যাবে প্রসেনজিৎ ও শ্রাবন্তীকে।
আগামী আগস্ট মাস থেকে লন্ডনে সিনেমার শুটিং হবে বলে জানা গেছে। ছবির প্রযোজক শ্যামসুন্দর দে এবং চিত্রনাট্য তৈরি করছেন পদ্মনাভ দাশগুপ্ত।
সিয়াম গণমাধ্যমকে জানান, ‘দুই জেনারেশনের গল্প নিয়ে এ সিনেমা। এই সিনেমায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি কলকাতার সিনেমার সাইনবোর্ড। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছি।’
উল্লেখ্য, সিয়াম আহমেদের মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘পাপ-পুণ্য’। ‘ইন দ্য রিং’ নামে হিন্দি ভাষার একটি ছবির কাজও হাতে নিয়েছিলেন তিনি। ছবিতে সিয়ামের বিপরীতে আছেন বলিউডের অভিনেত্রী মিথিলা পালকার।