- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ নভেম্বর ২০২১ | ৬:১৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকায় পোশাকশ্রমিককে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দানিয়াল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ রবিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ছুটি শেষে গার্মেন্টস থেকে বাড়ৈভোগ বালুর মাঠ দিয়ে এক সহকর্মীর সঙ্গে হেঁটে বাসায় ফিরছিলেন ওই পোশাকশ্রমিক। এ সময় একই এলাকার দানিয়ালসহ অন্য এক যুবক পথ আটকে দুই জনের সম্পর্কে জানতে চায়। এক পর্যায়ে তাদেরকে দানিয়ালের অটোরিকশার গ্যারেজে নিয়ে যায়। সেখানে তার সহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে দুই জন ওই পোশাক শ্রমিকে আটকে রেখে ধর্ষণের পর ভোরে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় মামলার পর অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।