- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ ডিসেম্বর ২০২২ | ২:০৫ অপরাহ্ণ
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় রবিউল মাতুব্বর (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ইজিবাইকচালক সিরাজুল ইসলাম (৩০) আহত হয়েছেন।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বগাইল টোলপ্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল পাশের মাদারীপুরের শিবচর উপজেলার চর সামাইল গ্রামের সালাম মাতুব্বরের ছেলে। আহত ইজিবাইকচালক সিরাজুল একই এলাকার দেরাস উদ্দিন খালাসীর ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ বলেন, একটি মিনিট্রাক একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। এসময় আরেকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।