• আজ মঙ্গলবার
    • ২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ফাইনাল খেলেই দেশে ফিরবেন মিলার

    ফাইনাল খেলেই দেশে ফিরবেন মিলার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০১ অপরাহ্ণ

    ফরচুন বরিশালের সঙ্গে মিলারের চুক্তি ছিল শুধুমাত্র দুটি ম্যাচের। কথা ছিল, প্লে-অফ পর্বের দুটি ম্যাচ খেলেই বাড়ির পথ ধরবেন ডেভিড মিলার। কিন্তু প্রেক্ষাপট পাল্টেছে। বরিশাল উঠেছে বিপিএলের ফাইনালে। তাইতো, মিলারকে অনুরোধ করে ফাইনালের জন্য রেখে দিয়েছে ফরচুন বরিশাল।

    সামনেই বিয়ে করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান মিলার। ঢাকার ফ্লাইট ধরার আগেও ব্যস্ত ছিলেন বিয়ের কাজ নিয়ে। মাঝে দুই ম্যাচ খেলেই ফিরে যাওয়ার কথা। আপাতত আর হচ্ছে না তা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনাল খেলেই দেশে ফিরবেন টি-টোয়েন্টির এই অন্যতম তারকা।

    মূলত বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও দলের মালিকপক্ষের অনুরোধে সাড়া দিয়ে বিপিএল খেলতে আসেন মিলার। এবার তাদের অনুরোধে থেকে গেলেন ফাইনাল পর্যন্ত। খবরটি বরিশালের মিডিয়া বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। ফাইনাল খেলার জন্য আকর্ষণীয় অঙ্কের পারিশ্রমিকও পাচ্ছেন মিলার। তার আগের দুই ম্যাচের তুলনায় যা অনেক বেশি।

    বিপিএলে এলিমিনিটের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিপক্ষে মিলার খেছেন ১৭ রানের ইনিংস। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুশফিকুর রহিমের সঙ্গে জুটিতে অপরাজিত থেকে খেলেন ২২ রানের ইনিংস। শুক্রবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে এই আসরের ফাইনাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০