• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ফিফা থেকে অনুমতি পেলেন হামজা, বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই

    ফিফা থেকে অনুমতি পেলেন হামজা, বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২৪ | ৮:৫৬ অপরাহ্ণ

    অবশেষে হামজা চৌধুরীকে নিয়ে আর কোনো বাধা রইল না। বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা। পূরণ হতে যাচ্ছে এই ফুটবলারের স্বপ্ন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে বিষয়টি।

    ইংল্যান্ডের ক্লাব ফুটবলে পরিচিত নাম হামজা চৌধুরী। খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির হয়ে। ক্লাবটির অধিনায়কও ছিলেন। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও, বাংলাদেশে তার নাড়ি। হামজার মা বাংলাদেশি। মায়ের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। অবশেষে হামজাকে লাল-সবুজের জার্সিতে দেখতে চাওয়া কোটি ফুটবল ভক্তদের মনের আশা পূর্ণ হচ্ছে।

    যেহেতু ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়নি হামজার, তিনি চাইলে বাংলাদেশ জাতীয় দলকে বেছে নিতে পারতেন। সেক্ষেত্রে ইংলিশ ফুটবলের কোনো বাধা ছিল না। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন গত সেপ্টেম্বরেই তাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছিল। অপেক্ষা ছিল ফিফার ‘প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি’র অনুমোদনের। আজ সেটিও পেয়ে গেলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

    হামজা অনুমতি পাওয়াতে উচ্ছ্বসিত বাফুফে। বাফুফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’

    বাফুফেতে দেওয়া এক ভিডিওবার্তায় হামজা বলেন, ‘সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবকিছুর জন্য আমি ভীষণ খুশি। বাংলাদেশের হয়ে মাঠে নামতে আমার তর সইছে না। আশা করি, খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১