- আজ বৃহস্পতিবার
- ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৮শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ মে ২০২৫ | ৫:০৮ অপরাহ্ণ
ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (২৬ মে) মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এ ঘোষণা দেন। মাল্টা টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী অ্যাবেলা জানিয়েছেন, আগামী মাসেই তার দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। গাজায় চলমান ভয়াবহ সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, মাল্টা এই মানবিক বিপর্যয়ের দিকে চোখ বন্ধ করে রাখতে পারে না।
তিনি আরও বলেন, গত শুক্রবার (২৩ মে) ইসরায়েলি বিমান হামলায় গাজার খান ইউনিসে নিহত ডাক্তার পরিবার আল-নাজ্জারের বেঁচে যাওয়া সদস্যদের আশ্রয় দিতে মাল্টা প্রস্তুত। এই হামলায় আল-নাজ্জারের দশ সন্তানের মধ্যে ৯ জনই নিহত হয়। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, হামলায় আল-নাজ্জারের স্বামী ও ১১ বছর বয়সী এক ছেলে গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা বলেন, “মাল্টা আল-নাজ্জার এবং তার স্ত্রী আলা আল-নাজ্জারের পরিবারকে আশ্রয় দিতে প্রস্তুত এবং তাদের নিজেদের পরিবারের মতোই বিবেচনা করবে।”