• আজ রবিবার
    • ২১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা জিলকদ ১৪৪৬ হিজরি

    ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইসরায়েলে প্রতি এরদোয়ানের আহ্বান

    ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইসরায়েলে প্রতি এরদোয়ানের আহ্বান

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:১০ অপরাহ্ণ

    অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

    সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তিনি বলেন, এই অঞ্চল কঠোর হুমকির মুখে পড়ার আগে আমাদের এখনই গাজায় গণহত্যা বন্ধ করতে হবে।

    তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভূমি দখলের সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী সরকারের কেউ কেউ উপত্যকাটিতে বসতি স্থাপনের আহ্বান জানিয়ে আসছে।

    এরদোয়ান বলেন, আজকের সংকটের উৎস হলো ফিলিস্তিনি ভূমিতে বসতি স্থাপন। ইসরয়েল যদি এ অঞ্চলে স্থায়ী শান্তি চায়, তাহলে পরমাণু বিস্তার সম্পর্কিত দৃষ্টিভঙ্গি চিরতরে বন্ধ করে দিতে হবে।

    তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ১৯৬৭ সালের সীমান্তের আলোকে একটি মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। এরদোয়ান তুরস্ককে এই অঞ্চলে ‘আগুনের বৃত্তে বসবাসকারী’ বলে বর্ণনা করেন। তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থাটির জন্য (ইউএনআরডব্লিউএ নামে পরিচিত) অবিলম্বে তহবিল পুনরায় চালু করার আহ্বান জানান।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১