• আজ শনিবার
    • ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই সফর ১৪৪৭ হিজরি

    ফিলিস্তিনি আইনজীবীকে গ্রেফতার করল ইসরাইল

    | ০৫ জুলাই ২০২১ | ১২:৩৭ অপরাহ্ণ

    পশ্চিমতীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসবিরোধী বিক্ষোভ মিছিল থেকে ফরিদ আল-আতরাশ নামে এক মানবাধিকার আইনজীবীকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।

    রোববার পশ্চিমতীরে বিক্ষোভে অংশ নেয়ার পর ওই আইনজীবীকে গ্রেফতার করা হয় বলে তার সংগঠন দি ইন্ডিপেন্ডেন্ট কমিশন ফর হিউম্যান রাইটসের (আইসিএইচআর) পক্ষ থেকে জানানো হয়েছে। খবর আল জাজিরার।

    আইসিএইচআর এক বিবৃতিতে জানায়, রোববার সকালে আইনজীবী ফরিদ আল-আতরাশকে জেরুজালেমের পশ্চিমে একটি চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়।

    পশ্চিমতীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে বিক্ষোভ শেষে বাড়ি ফিরছিলেন তিনি।আইসিএইচআর জানায়, গ্রেফতারের পর আতরাশকে হাসপাতালে পাঠানো হয়েছে। আতারশের দ্রুত মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।

    আতারশের বন্ধু এবং অধিকারকর্মী ইসা আমরো বলেন, হাসপাতাল থেকে ঘণ্টাখানেক পরই আতরাশকে নিয়ে আসে ইসরাইলি কর্তৃপক্ষ। তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কেন তাকে হাসপাতালে নেয়া হয়েছিল তা জানা যায়নি।

    এদিকে, আতরাশের গ্রেফতারের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী বা পুলিশ কোনো মন্তব্য করেনি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১