• আজ শনিবার
    • ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৯ই জিলকদ ১৪৪৬ হিজরি

    ফিলিস্তিনের পক্ষে ফ্রান্সে বিক্ষোভ নিষিদ্ধ

    ফিলিস্তিনের পক্ষে ফ্রান্সে বিক্ষোভ নিষিদ্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৩ | ১০:২০ পূর্বাহ্ণ

    গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে সব ধরনের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করেছে ফ্রান্স। সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্যারিসে বিক্ষোভে অংশ নেন কয়েকশ মানুষ। শেষ পর্যন্ত টিয়ার গ্যাস ছুড়ে ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ফ্রান্সের দাঙ্গা পুলিশ।

    এদিন প্যারিসের বিখ্যাত প্লেস দে লা রিপাবলিকের স্মৃতিস্তম্ভে রঙ স্প্রে করে ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখে দেন বিক্ষোভকারীরা। তাদের অনেকেই ফিলিস্তিনি পতাকা শরীরে জড়িয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এসময় ‘আমরা সবাই ফিলিস্তিনি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভস্থল।

    এর আগে, ‘জননিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে’ দাবি করে ফ্রান্সে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড মুসা দারমানিন।

    ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ নিজেও এ ধরনের কার্যকলাপ থেকে ফ্রান্সের সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।

    টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, আমরা কারও অনুকরণ করে দেশে আদর্শিক দুঃসাহসিক কাজ না করি। আসুন, দেশীয় বিভাজনকে আন্তর্জাতিক বিভাজনের সঙ্গে যুক্ত না করি। ঐক্যের ঢালই আমাদের ঘৃণা ও বাড়াবাড়ি থেকে রক্ষা করবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১