- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২২ | ৪:৫৭ অপরাহ্ণ
ময়মনসিংহের ফুলপুরে নানার বাড়ি থেকে আইরিন বেগম নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের মেরিগাই তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আইরিন একই উপজেলার বড় পুটিয়া গ্রামের আহাদুল্লাহ ও ফেরদৌসী বেগমের কন্যা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে আইরিন তার নানা আব্দুল আজিজের বাড়িতে বেড়াতে আসে। এসে অন্যান্য সময়ের মত সে রাতের খাবার খেয়ে সকলের সাথে ঘুমিয়ে পড়ে। সকালে টিনের ঘরের বেড়ার সাথে লাগানো রশির এক মাথা ও আরেক মাথা তার গলায় প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেব চৌধুরী এসআই শাহাদাত হোসেন মুন্না, সঙ্গীয় মহিলা কনস্টেবল ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তারপর ওই কিশোরীর লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে থানায় নিয়ে আসেন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি বলে জানায় পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আইরিনের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ব্যাপারে আরও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।