- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ আগস্ট ২০২২ | ৭:৩৪ অপরাহ্ণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃৃত্যু ঘটেছে। নিহত শিশুর নাম আব্দুুল্লাহ। রবিবার দুুপুুুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের পানি মাছকুটি গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের শাহিন আলমের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত শিশু আব্দুুল্লাহ তাদের নিজ বাড়ীর উঠানে একা একা খেলা খেলছিলো। এমতাবস্থায় সে এক পর্যায়ে বাড়ীর পাশের একটি ডোবার পানিতে গিয়ে পড়ে যায়। পরে তার মা বাড়ীর উঠানে ছেলেকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। পরে অনেক খোঁজাখুঁজি করে বাড়ীর পাশে ডোবার পানিতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীরা। এরপরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।