- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ আগস্ট ২০২২ | ৪:৫৫ অপরাহ্ণ
সিলেটের ফেঞ্চুগঞ্জে স্কুলে যাওয়ার সময় নৌকাডুবে নুসরাত ফেরদৌস রিমু (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুড়িকেয়ারি হাওরে এ দুর্ঘটনা ঘটে।
রিমু উপজেলার ছত্রিশ গ্রামের দুবাই প্রবাসী সেজুল মিয়ার মেয়ে। সে স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাফায়েত হোসেন জানান, ‘সকালে নৌকাযোগে স্কুলে যাওয়ার পথে বুড়িকেয়ারি হাওরে নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় ১৯জন ছাত্রী ছিল। এসময় স্থানীয়রা ১৭-১৮ জনকে জীবিত উদ্ধার করলেও পানিতে তলিয়ে রিমুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ জেলেদের মাধ্যমে মরদেহ উদ্ধার করে।’