- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ এপ্রিল ২০২৪ | ৫:৪৬ অপরাহ্ণ
ফোর্বস ওয়ার্ল্ডস বিলিয়নিয়ারস লিস্ট ২০২৪ অনুসারে, গত বছরের তুলনায় এ বছর ভারতে ধনীদের সংখ্যা বেড়েছে। মার্কিন এই ম্যাগাজিনের তথ্যানুসারে, দেশটির এই বছর শতকোটিপতি বা বিলিয়নিয়ারের সংখ্যা ২০০। গত বছর এ সংখ্যা ছিল ১৬৯।
২০০ ভারতীয় ধনকুবেরের মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৯৫ হাজার ৪০০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি। গত বছর ১৬৯ ভারতীয় ধনীর মিলিত সম্পদের পরিমাণ ছিল ৬৭ হাজার ৫০০ কোটি ডলার।
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আবারও শীর্ষে মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১ হাজার ৬০০ কোটি ডলার। তিনিই প্রথম ভারতীয় ও এশীয় নাগরিক, যাঁর নিট সম্পদমূল্য ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এই মুহূর্তে বিশ্বের নবম ধনী ব্যক্তি মুকেশ। এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ৩৯ দশমিক ৭৬ শতাংশ।
দ্বিতীয় ভারতীয় ধনকুবের হিসেবে তালিকায় রয়েছেন গৌতম আদানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ৪০০ কোটি ডলার। বিশ্বে ধনীদের মধ্যে ১৭তম স্থানে রয়েছেন তিনি। এ বছর আদানির সম্পদমূল্য বেড়েছে ৩৬ দশমিক ৮ শতাংশ বা ৩ হাজার ৬৮০ বিলিয়ন ডলার।
এ বছরের শতকোটিপতি তালিকায় ভারতের ২৫ জন নতুন মুখ রয়েছেন। তাঁদের মধ্যে নরেশ ত্রেহান, রমেশ কুনহিকান্নন, রেণুকা জগতিয়ানির নাম উল্লেখযোগ্য।
ফোর্বসের শতকোটিপতির তালিকায় সামিটের আজিজ খানফোর্বসের শতকোটিপতির তালিকায় সামিটের আজিজ খান
ভারতের ২০০ শতকোটিপতির মধ্যে দুই-তৃতীয়াংশেরই সম্পদমূল্য গত বছরের তুলনায় এবার বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকজন শতকোটিপতির সম্পদমূল্য দ্বিগুণ হয়েছে।