- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জুলাই ২০২৫ | ৬:০৪ অপরাহ্ণ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানবাধিকার কমিশন অনেক গুলো প্রতিবেদন করায় ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে।
রবিবার (২৭ জুলাই) সকালে সাভারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতিসংঘ যখন অফিস করতে চাচ্ছে তার মানে এই না যে এখন আমাদের মানবাধিকারের অবস্থা খারাপ বলে তারা আসতে চাচ্ছে। এটা হলো এরকম একটা অফিস থাকলে যেই আসুক ক্ষমতায় আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন, যে আমরা সেটা রক্ষা করতে চাই। যেহেতু জাতিসংঘ এব্যাপারে সক্রিয়, তারা তাদের অফিস রেখে তারা এটা করতে চাচ্ছেন আমরা সেটাতে সম্মতি জানিয়েছি। মানবাধিকার পরিস্থিতি বিগত সময়গুলোতে যেভাবে দেখেছি যে, সরকারের পৃষ্ঠপোষকতায় এবং যারা ক্ষমতাসীন তাদের পৃষ্ঠপোষকতায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় এবং মানবাধিকারের অনেক গুলো বিষয় রয়েছে যেগুলো কাঠামোগত।
মব সৃষ্টির বিষয়ে তিনি আরও বলেন, আমরা প্রত্যেক সময় চাই শান্তিপূর্ণভাবে সব কিছু হ্যান্ডেল করতে। আমাদের সরকারের একটা যে আচরণ, সেটা হলো যে আমরা কাউকে অহেতুক ল্যাথাল ওয়েপন ইউজ করা, বা কঠিনভাবে দমন করতে চাই না। সেটা করতে গিয়ে অনেক বেশি হয়ে যায় সেটাতে আমরা অনেক সহ্যের পরিচয় দেই, সহ্য করি।
ফরিদা আখতার বলেন, আমরা মনে করি যে এটা সামাজিক ব্যাপার। মব সৃষ্টির ব্যাপারটাকে সামাজিকভাবেই মিডিয়া অনেক ভাল ভুমিকা রাখতে পারেন। মব সৃষ্টি যে সব কারনে হয় সে কারনগুলো আমাদের শনাক্ত করতে হবে। আমি মনে করি যে সেটাই ভাল। সরকার কোন ধরনের বাড়তি দমনমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি না।
এসময় গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।