- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ এপ্রিল ২০২২ | ৪:১২ অপরাহ্ণ
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হওয়ায় ইমানুয়েল ম্যাখোঁকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ভ্লাদিমির পুতিন টেলিগ্রামে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর রাষ্ট্রীয় কার্যক্রমের সাফল্যের পাশাপাশি সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর পুতিনের সঙ্গে সাক্ষাৎ এবং দফায় দফায় ফোনালাপ করেছেন ম্যাখোঁ।
এদিকে গতকালের নির্বাচনে জয়ী হয়ে ইমানুয়েল ম্যাখোঁ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় থাকা নিশ্চিত করেছেন। গত ২০ বছরের মধ্যে প্রথম ফরাসি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকছেন তিনি।
প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মারিন লি পেনকে প্রায় ১৬ শতাংশ পয়েন্টে হারিয়েছেন বলে আভাস পাওয়া গেছে। দ্বিতীয় পর্বে ম্যাখোঁ ৫৮ শতাংশ ভোট পেয়েছেন।