• আজ বৃহস্পতিবার
    • ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই জিলকদ ১৪৪৬ হিজরি

    ফ্রিতে ‘তালাশ’ দেখার সুযোগ

    ফ্রিতে ‘তালাশ’ দেখার সুযোগ

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ জুন ২০২২ | ৪:০০ অপরাহ্ণ

    দর্শকদের জন্য ফ্রিতে ‘তালাশ’ দেখার সুযোগ দিয়েছে নারায়ণগঞ্জের সিনেস্কোপ প্রেক্ষাগৃহ। আজ বুধবার সারা দিনব্যাপী ছবিটি বিনামূল্যে দেখা যাবে। শর্তহীন এই সুযোগ শুধু আজকের জন্যই।

    সারাদেশের ৫৩টি প্রেক্ষাগৃহে চলছে সাইকো থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত সিনেমা ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী ও আদর আজাদ। নির্মাতা সৈকত নাসির বলেন, ‘অপ্রত্যাশিত সাড়া পাচ্ছি। ফোন করে, ইনবক্সে মানুষ প্রশংসা করে ক্ষুদেবার্তা পাঠাচ্ছে। সবকিছু মিলিয়ে ভালোই। আনন্দের বিষয় হচ্ছে, ‘তালাশ’-এর কোনো নেগেটিভ ভাইব নেই।’

    তিনি আরও জানান, ‘শুরুর দিন থেকে বৃষ্টি না হলে আরও ভালো সাড়া পাওয়া যেত। বন্যা কবলিত অঞ্চল ছাড়া সব প্রেক্ষাগৃহ থেকে রিপোর্ট ভালো পাচ্ছি। কয়েকটি প্রেক্ষাগৃহ জানিয়েছে, ঈদ পর্যন্ত চালাবে।’

    ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। ছবিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। সিনেমাটি পরিবেশক দ্য অভি কথাচিত্র।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১