• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ফ্লাট উইকেট বানানোয় আইসিসির শাস্তির কবলে পড়তে পারে পাকিস্তান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মার্চ ২০২২ | ৪:৪৯ অপরাহ্ণ

    তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটা হলো ম্যাড়ম্যাড়ে ড্র। রাওয়ালপিন্ডিতে দাপট দেখালেন ব্যাটাররা, ঘাম ঝরলো বোলারদের। পাঁচদিনে দুই দলের পড়লো মাত্র ১৪ উইকেট।

    ভীষণ ফ্লাট উইকেট বানানোয় আইসিসির শাস্তির কবলে পড়তে পারে পাকিস্তান, এমন কথাও শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও দুষলেন পিচকে।

    অসি অধিনায়কের দাবি, তাদের পেস আক্রমণকে নিষ্ক্রিয় করে রাখতেই এমন পিচ বানিয়েছে পাকিস্তান। তিনি বলেন, ‘রাওয়ালপিন্ডিতে যেমন পিচ হয়, এটা তো তেমন ছিল না। সম্ভবত এটা পরিষ্কার যে তারা চেষ্টা করেছে আমাদের পেস বোলিংকে নিষ্ক্রিয় করে রাখতে।’

    টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয় ৪৫৯ রানে। ততক্ষণে পঞ্চম দিনে গড়িয়ে গেছে খেলা। শেষদিনে ব্যাটিংয়ে নেমে আবার বিনা উইকেটেই ২৫২ রান করে পাকিস্তান।

    বোঝাই যাচ্ছে, এই পিচে বোলারদের জন্য তেমন কিছুই ছিল না। তবে কামিন্স একটা দিক দিয়ে খুশি। উপমহাদেশের উইকেটে যেমন স্পিন আক্রমণ সামলাতে ঘাম ঝরে, সেটা পড়তে হয়নি। ড্র ফলকে তাই ইতিবাচকই মনে করছেন তিনি।

    কামিন্সের ভাষায়, ‘আমার মনে হয় এটা ইতিবাচক। উপমহাদেশের কন্ডিশনে ড্র করা খারাপ ফল নয়। আমার মনে হয়, আমরা সবকিছুই চেষ্টা করেছি। দলের চেষ্টায় আমি খুশি।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১