- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৬:১২ অপরাহ্ণ
সাপ্তাহিক ছুটির দিন শনিবার পাঠক-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে অমর একুশে বইমেলা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে মেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই।
মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, আগত দর্শনার্থীরা স্টলে ঘুরে ঘুরে বিভিন্ন বই দেখছেন। কেউ কেউ পছন্দের বই সংগ্রহ করছেন। এছাড়া কয়েকটি স্টলে পাঠকদের সাথে লেখকদের আড্ডা দিতেও দেখা যায়। এদিকে, মেলায় দর্শনার্থীদের আনাগোণা বাড়ায় লেখক, প্রকাশক ও বিক্রেতারা খুশি। বিগত দিনগুলোতে বিক্রির হার কিছুটা কম থাকলেও ছুটির দিন বই বিক্রি বেশ বেড়েছে বলে জানান তারা। মেলার শেষ কয়েকদিনে বিক্রি আরো বাড়বে বলেও আশা তাদের।
আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা।
রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ১ হাজার ৮৪ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। গতবছর প্রতিষ্ঠান ছিল ৬৪২টি, আর ইউনিট ছিল ৯৪৬টি। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে।
এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে ৩৬টি। গত বছরও প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি ছিল। লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় করা হয়েছে। সেখানে ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া শিশু চত্বরে ৭৪টি প্রতিষ্ঠানকে ১২০ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর শিশু চত্বরে ৬৮টি প্রতিষ্ঠানকে ১০৯ ইউনিট দেওয়া হয়েছিল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |