- আজ বৃহস্পতিবার
- ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ জানুয়ারি ২০২২ | ৪:০১ অপরাহ্ণ
অমর একুশে বইমেলায় কোনো অবস্থাতেই মাস্ক ছাড়া ঘোরা যাবে না। একই সঙ্গে বইমেলা শুরুর আগেই সংশ্লিষ্ট সবাইকে করোনা টিকা নিতে হবে।
আজ রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
তিনি বলেন, বইমেলা চলাচলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরিধানসহ নাক ও মুখ ঢেকে চলতে হবে। কোনো অবস্থাতেই মাস্ক খুলে বইমেলায় ঘোরা যাবে না। এছাড়া ষাটোর্ধ বা ফ্রন্ট লাইনার যারা বইমেলায় যাবেন, তাদের বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৭৩ শতাংশ রোগীর নাক দিয়ে পানি ঝরছে। ৬৮ শতাংশ রোগীর মাথা ব্যথা করছে। অবসন্নতা অনুভব করছেন ৬৪ শতাংশ রোগী। হাঁচি দিচ্ছেন ৬০ শতাংশ রোগী, গলা ব্যথা করছে ৬০ শতাংশ এবং কাশি দিচ্ছেন ৪৪ শতাংশ রোগী। এ মুহূর্তে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেই চিকিৎসা গ্রহণ করা উচিত বলে জানান ডা. মো. নাজমুল ইসলাম।