• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ

    বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ মে ২০২৫ | ৫:২৮ অপরাহ্ণ

    সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

    সোমবার (২৬মে) সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাইর হেমায়েতপুর সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন এবি অ্যাপারেলস্ পোশাক কারখানার শ্রমিকরা।

    শ্রমিকরা জানান, আজ মাসের ২৬ তারিখ, তবু বেতন পরিশোধ করেনি মালিকপক্ষ। শ্রমিকদের বার বার আশ্বাস দিয়েও রাখেনি কতৃপক্ষ। পরে গত মাসের বকেয়া বেতন ও চলতি মাসের বেতনসহ ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। পরে ঘটনাস্থলে যৌথবাহিনি উপস্থিত হয়ে মালিক পক্ষের সাথে যোগাযোগ করেন। যৌথবাহিনির আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দান করে। এপ্রিল মাসের বেতন আজই পরিশোধ করা হবে বলে জানান তারা। এছাড়া চলতি মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কারখানা কতৃপক্ষ।

    এব্যাপারে কারখানার মালিক অনন্ত জলিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। তবে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, সকালে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিল এবি অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শুনেছি সমস্যা সমাধান হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

    আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, বুকের ভেতরের দাবিতে শ্রমিকরা সড়কে নেমেছিলেন। এ ব্যাপারে শিল্প পুলিশ মালিকের সাথে কথা বলে। মালিকপক্ষ গত মাসের বেতন আজ পরিশোধের কথা বললে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১