- আজ সোমবার
- ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ১৪ জুলাই ২০২১ | ৯:৪৯ পূর্বাহ্ণ
গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আবারও কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছেন দুই পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার বিকালে ঢাকা-গাজীপুর ও ময়মনসিংহ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানা ও স্টাইল ক্র্যাফট পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে স্টাইল ক্র্যাফট নামের পোশাক কারখানায় প্রায় সাড়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। কারখানার কর্মকর্তা-কর্মচারীরা চলতি বছরের মার্চ, মে ও জুনসহ গত সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন-ভাতা, ২০১৯ সালের ডিসেম্বর, ২০২০ সালের মার্চ ও আগস্ট মাসের ৫০ ভাগ, অক্টোবর মাসের ৩৫ ভাগ এবং নভেম্বর মাসের ১৫ ভাগ বেতন পাওনা রয়েছেন।
এছাড়া কর্মচারীরা ইনক্রিমেন্টসহ চার বছরের ছুটির ও দুই বছরের ঈদ বোনাস পাওনা রয়েছেন। বেশ কিছুদিন ধরে পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন তারা। কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধের জন্য একাধিকবার তারিখ দিয়েও পরিশোধ করেনি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার কারখানায় আসেন। কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিলেও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। কারখানার ভেতরে ও গেটে অবস্থান নিয়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন তারা। দুপুরে কারখানার সামনে ঢাকা-জয়দেবপুর সড়কের দুই পাশে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। বিকালে সড়কের ওপর অবস্থান নেন। তাদের অবরোধের কারণে সড়কের উভয় দিকে শতাধিক যানবাহন আটকাপড়ে।
তিনি বলেন, একপর্যায়ে পাওনা পরিশোধের বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা। পরে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত তারা কারখানায় মালিকের আগমনের অপেক্ষায় গেটে অবস্থান করছিলেন।