- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২২ | ৪:২১ অপরাহ্ণ
সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এবং ঢাকায় বিএনপির গণসমাবেশকে ঘিরে বগুড়ায় আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠন সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার শহরের সাতমাথায় মুজিব মঞ্চে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।
জানা যায়, কেন্দ্রীয় ঘোষণা ও দলীয় নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল থেকেই অবস্থান নেয় তারা। বিএনপির গণসমাবেশকে ঘিরে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়েছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন জানান, বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে দমাতে অপরাজনীতিতে লিপ্ত হয়ে পড়েছে। সারা দেশে মিছিল মিটিং এর নামে হামলা, ভাঙচুর চালাচ্ছে। তাদের যে কোনো অপতৎপরতা রুখতে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বদ্ধপরিকর।
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে মাঠে প্রস্তুত আছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, সদস্য আলমগীর হোসেন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, শেখ শামীম, নাঈমুর রাজ্জাক তিতাসসহ প্রমুখ।
একই দিনে ঢাকায় বিএনপির গণসমাবেশকে ঘিরে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ। শনিবার দুপুুরে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সদর যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম দুলু, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, যুব মহিলা লীগ নেত্রী ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাজরিন রিক্তা, জেলা পরিষদের সদস্য নাসরিন রহমান সীমা, জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল প্রমুখ। এসময় মিছিলে সংগঠনটির অন্যান্য নেতাকর্মী অংশ নেন।
সকাল থেকেই বগুড়ায় অবস্থান নিয়েছে বগুড়া জেলা তাঁতী লীগের নেতাকর্মীরা। দলীয় নির্দেশনা অনুযায়ী তারা শহরের সাতমাথায় সতর্ক অবস্থান নেয়। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, আল আমিন সরকার, আহসান হাবীব, মামুনুর রশিদ মামুন, আল আমীন হোসেন সুমন, নান্নু সরকার, মাহমুদুল হাসান রনি, তানভীর, জিহান, অনিক, অজীত, লিমন, সিয়াম, রাহাদসহ প্রমুখ।