- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মার্চ ২০২২ | ১২:৩৮ অপরাহ্ণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ৷ এবার বাংলাদেশের স্বাধীনতার স্থপতির ১০২তম জন্মদিন পালিত হবে। মহা আয়োজনে বর্ণিল উৎসবে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করবে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র সম্মিলিত পরিষদ।
অভিনেতা, প্রযোজক ও পরিচালক আলমগীরকে আহবায়ক করে এই পরিষদ মাঠে নেমেছে বেশ কয়েকদিন আগেই৷ চলেছে নিখুঁত আয়োজনের প্রস্তুতি৷ প্রতিদিনই মহড়া চোখে পড়েছে নানা রকম গানের সঙ্গে নাচের।যার হাত ধরে চলচ্চিত্রের কারখানা এফডিসির যাত্রা শুরু তার জন্মদিনকে শ্রদ্ধা আর আয়োজনে রাঙিয়ে রাখতে চান চলচ্চিত্রকর্মীরা।
জানা গেছে, প্রায় ২ হাজার মানুষের আগমন ঘটবে অনুষ্ঠানে৷ আজ সকাল ৯টা থেকে বিএফডিসি মসজিদে কোরআন খতমের মাধ্যমে এই আয়োজন শুরু হবে।
এরপর সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হবে৷ যােহরের নামায শেষে মিলাদ মাহফিল ও গণভোজ চলবে।
বেলা ৪টায় কেক কাটা ও আলােচনা সভা শুরু হবে। বিকাল ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু।
রাত ৮টায় ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।