• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বঙ্গবন্ধুর জন্মদিনে এফডিসিতে ১৯ সংগঠনের মহা আয়োজন

    বঙ্গবন্ধুর জন্মদিনে এফডিসিতে ১৯ সংগঠনের মহা আয়োজন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মার্চ ২০২২ | ১২:৩৮ অপরাহ্ণ

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ৷ এবার বাংলাদেশের স্বাধীনতার স্থপতির ১০২তম জন্মদিন পালিত হবে। মহা আয়োজনে বর্ণিল উৎসবে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করবে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র সম্মিলিত পরিষদ।

    অভিনেতা, প্রযোজক ও পরিচালক আলমগীরকে আহবায়ক করে এই পরিষদ মাঠে নেমেছে বেশ কয়েকদিন আগেই৷ চলেছে নিখুঁত আয়োজনের প্রস্তুতি৷ প্রতিদিনই মহড়া চোখে পড়েছে নানা রকম গানের সঙ্গে নাচের।যার হাত ধরে চলচ্চিত্রের কারখানা এফডিসির যাত্রা শুরু তার জন্মদিনকে শ্রদ্ধা আর আয়োজনে রাঙিয়ে রাখতে চান চলচ্চিত্রকর্মীরা।

    জানা গেছে, প্রায় ২ হাজার মানুষের আগমন ঘটবে অনুষ্ঠানে৷ আজ সকাল ৯টা থেকে বিএফডিসি মসজিদে কোরআন খতমের মাধ্যমে এই আয়োজন শুরু হবে।

    এরপর সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হবে৷ যােহরের নামায শেষে মিলাদ মাহফিল ও গণভোজ চলবে।

    বেলা ৪টায় কেক কাটা ও আলােচনা সভা শুরু হবে। বিকাল ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু।

    রাত ৮টায় ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০