- আজ বৃহস্পতিবার
- ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মার্চ ২০২২ | ৪:৫১ অপরাহ্ণ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন আওয়ামী লীগের পেশাজীবী ভ্রাতৃপ্রতীম চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
আজ সোমবার (০৭ মার্চ) সকালে ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শাখা স্বাচিপের সদস্য সচিব ডা. পিযুষ বিশ্বাসসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
এর আগে সকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন করেন। পরে সবার জন্য ৩২ নম্বর উন্মুক্ত করে দেওয়া হয়।