• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বঙ্গোপসাগরের তীরে ভেসে আসছে বিপুল পরিমাণ মৃত মাছ

    বঙ্গোপসাগরের তীরে ভেসে আসছে বিপুল পরিমাণ মৃত মাছ

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ মার্চ ২০২২ | ৪:০২ অপরাহ্ণ

    কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসছে বিপুল পরিমাণ মৃত মাছ। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভাটার সময় এসব মাছ ভেসে আসতে থাকে।

    স্থানীয়রা জানিয়েছেন, কলাতলী সৈকতের আধা-কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ নামে পরিচিত। তবে এই মাছের প্রকৃত ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর জোয়ার শুরু হলে মৃত মাছগুলোর বেশিরভাগই সাগরে চলে যায়। স্থানীয়দের ধারণা, ভাটার সময় আবারও মাছগুলো ভেসে আসতে পারে।

    বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাইদ মো. শরীফ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে এবং মানুষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জেনেছি, সাগরে কোনও ধরনের পরিবেশ দূষণ হয়নি। দূষণ হলে মাছের সঙ্গে অন্যান্য সামুদ্রিক পোকামাকড়ও মারা যেত। তবে মাছগুলো জেলেদের ট্রলার থেকে পড়েও ভেসে আসতে পারে। ঘটনাস্থলে বৈজ্ঞানিক কর্মকর্তারা কাজ করছেন। আরও পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১