• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    বজ্রপাতে তার ছিঁড়ে চালে, বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ আগস্ট ২০২১ | ৯:২৬ অপরাহ্ণ

    গাজীপুরের ফুলবাড়িয়া জানপাড়া এলাকায় বজ্রপাতে ছিঁড়ে পড়া তারের বিদ্যুতে স্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত দীগেন্দ্র চন্দ্র বর্মণ (৫৪) কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া জানপাড়া এলাকার মৃত ফুলচান চন্দ্র বর্মণের ছেলে।

    কালিয়াকৈর থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান, বুধবার সন্ধ্যায় বজ্রপাতে দীগেন্দ্র চন্দ্র বর্মণের টিনের ঘরে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। কিন্তু বিষয়টি কারো নজরে আসেনি।

    প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে তিনি ছাগল বের করতে গিয়ে ওই ঘরের টিনে স্পর্শ করেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দীগেন্দ্র মাটিতে লুটে পড়েন।

    এ সময় পরিবারের অন্য সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। অচেতন অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০