- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ জুন ২০২২ | ১:৪৫ অপরাহ্ণ
চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী চিকিৎসক মো. এয়াকুবের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া এলাকার পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (২০ জুন) বিকেলে এয়াকুব বেরুলিয়া খাল সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই এলাকায় তল্লাশি চালায়। কিন্তু তার কোন খবর পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয় লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে পরিবারকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সোমবার থেকে নিখোঁজ ছিলেন এয়াকুব। বুধবার সকালে পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।