- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ
অবশেষে জয়ের মুখ দেখলো মিনিস্টার ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর ম্যাচে ফরচুন বরিশালকে ১৫ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে তারকাবহুল দলটি। বিপিএলে এটি ঢাকার প্রথম জয়।
আজ বরিশালের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৮ উইকেট হারিয়ে বরিশাল সংগ্রহ করেছিল ১২৯ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ক্রিস গেইল। তিনি করেছেন ৩৬ রান। ৩৩ রান করেছেন ডোয়াইন ব্র্যাভো। অধিনায়ক সাকিব আল হাসান করেছেন ২৩ রান।
ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ঢাকার টপ অর্ডার ব্যাটসম্যানরা। মিডল অর্ডারে নেমে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও শুভাগত হোম টেনে তোলেন দলকে। তারা করেছেন যথাক্রমে ৪৭ ও ২৯ রান। অপরাজিত আন্দ্রে রাসেল করেছেন ৩১ রান। বল হাতে উইকেটও পেয়েছেন দুটি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।