• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বরিশালে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন

    বরিশালে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২২ | ৩:২৮ অপরাহ্ণ

    বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির চাল আত্মসাত করার অভিযোগে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও মেম্বরের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সৈয়দকাঠী ইউনিয়নের জেলেদের ব্যানারে আজ রবিবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কার্ডধারী জেলে দিলিপ বড়াল এবং গৌতম রায়সহ অন্যান্যরা।

    মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত জেলেদের জন্য দুই দফা ৪০ কেজি করে ৮০ কেজি চাল বরাদ্দ দেয় সরকার। কিন্তু চেয়ারম্যান দুইটি কাগজে সাক্ষর রেখে একবার তাদের ৩৮ কেজি চাল দিয়েছে। এজন্য ২০০ করে টাকাও নিয়েছে চেয়ারম্যান।
    জেলেরা তাদের জন্য বরাদ্দকৃত চালের ন্যায্য হিস্যা দাবি করেন। একই সাথে সম্পুর্ণ ঘটনা তদন্ত করে অভিযুক্ত চেয়ারম্যানসহ অন্যান্যদের বিচার দাবি করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১