• আজ মঙ্গলবার
    • ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বরিশালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৫৪ জন

    বরিশালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৫৪ জন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুলাই ২০২৫ | ৬:৩৯ অপরাহ্ণ

    ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাড়ালো ৫ হাজার ৭১৭ জন। এরমধ্যে মারা গেছেন ১৫ জন। সোমবার (৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

    সংক্রমিত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনার হাসপাতালে ৬৩ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে ৯ জন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ২৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, ভোলার হাসপাতালে দুই জন, পিরোজপুরের হাসপাতালে ১৭ জন এবং ঝালকাঠির হাসপাতালে দুইজন।

    গত ২৪ ঘণ্টায় দুজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এরমধ্যে সোনিয়া আক্তার (১৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশার আব্দুস সালামের মেয়ে এবং বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলার ইউনুস মোল্লার ছেলে সাইফুল মোল্লা (৩৫)।

    বিভাগের ছয় জেলায় জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৫ হাজার ২৮০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪২২ জন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া আছে। বিভাগের সবগুলো হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন রোগীরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১