- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২:৪২ অপরাহ্ণ
টানা দ্বিতীয়বার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও, এবার জিততে পারলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার নিজের বলা সেই কথাই রাখলেন বরিশাল অধিনায়ক।
রবিবার দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারকেই দেখা গিয়েছে। এরপর ট্রফিসহ বরিশালের বেলস পার্কে হবে শিরোপা উদযাপন! রয়েছে কনসার্টের আয়োজনও। এর আগে শিরোপা জয়ের দিনে তামিম জানিয়ে দিয়েছিলেন ট্রফি নিয়ে নিজেদের শহরে যাবে ফরচুন বরিশাল।
সেদিন তামিম বলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’