- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ এপ্রিল ২০২২ | ৩:৪৪ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ। শোভাযাত্রায় অংশ নেন পুলিশ সুপার ড এ এইচ এম কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।