- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪৮ অপরাহ্ণ
বর্তমান সরকার তাদের সকল ‘অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড’ বিশ্ববাসীর কাছে আড়াল করতে বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের ‘অবৈধভাবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করছে’ বলে অভিযোগ তুলেছে বিএনপি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এতে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘মার্কিন কংগ্রেসম্যান গ্রেগোরি মিকসের বক্তব্যকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বিকৃতভাবে উপস্থাপন দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ বলে সভা মনে করে।’
‘বিএনপি এই ধরনের বেআইনি কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বিদেশে কর্মরত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের বাংলাদেশের জনগণের স্বার্থে নিরপেক্ষতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানায়’ বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।
স্থায়ী কমিটির সভায় ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম সোয়াবিন তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রবাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয় বলে জানান বিএনপি মহাসচিব। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় সেনাবাহিনীর এক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও তিন সন্ত্রাসীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটছে।