• আজ বুধবার
    • ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    বাঁশখালীতে দুই আ. লীগ নেতা গ্রেপ্তার

    বাঁশখালীতে দুই আ. লীগ নেতা গ্রেপ্তার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১:৫০ অপরাহ্ণ

    চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানার এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কালীপুর থেকে তাদের গ্রেপ্তার করে।

    গ্রেপ্তার দুই নেতা হলেন, কালীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জিন্নাত আলী তালুকদার বাড়ির মৃত মোক্তার আহমদের ছেলে মোহাম্মদ আলী রাজু (৪২) এবং একই এলাকার বড় পাড়ার মৃত নুরুজ্জামানের ছেলে খালেকুজ্জামান (৪৫)।

    রাজু কালীপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং খালেকুজ্জামান ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত সংসদ নির্বাচনে খালেকুজ্জামান প্রার্থী ছিলেন।

    বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে খালেকুজ্জামান ও রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আন্দোলনের ঘটনায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০