• আজ রবিবার
    • ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করলো ভারত

    বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করলো ভারত

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মে ২০২৪ | ৮:২১ অপরাহ্ণ

    ভারতের বিপক্ষে প্রথম চার ম্যাচ হারে সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল বাংলাদেশের মেয়েদের। হোয়াইটওয়াশ এড়াতে পঞ্চম ম্যাচে ১৫৭ রানের টার্গেটে নেমে ২১ রানে হারে বাংলাদেশের মেয়েরা। যার ফলে ঘরের মাঠে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাঘিনিরা।

    ভারতের দেওয়া ১৫৭ রানের টার্গেটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশ।

    ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সেরে নিতে চাইছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষে সিরিজ হেরে আত্মবিশ্বাস আবারও হারাল বাংলাদেশ।

    বাংলাদেশের হয়ে রিতু মনি করেন সর্বোচ্চ ৩৭ রান। আর শরিফা খাতুন খেলেন ২৭ রানের ইনিংস।

    এর আগে প্রথমে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন স্মৃতি মান্ধানা, দয়লান হেমলতা, হারমানপ্রিত কৌর ও রিচা ঘোষ। ২৫ রানে ওপেনিং জুটি ভাঙার পর দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিই মূলত ভারতকে এগিয়ে দেয়। সুলতানা খাতুনের বলে ফারিহা তৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে আউট হন শেফালি ভার্মা।

    এরপর দ্বিতীয় উইকেটে মান্ধানা ও হেমলতার জুটি থেকে ভারত পায় ৩৭ রান। নাহিদা আক্তারের বলে ৩৩ রান করে আউট হন মান্ধানা। অধিনায়ক হারমানপ্রিতকে নিয়ে তৃতীয় উইকেটে ইনিংসের সবচেয়ে বড় ৬০ রানের জুটি গড়েন হেমালতা। ৩০ রানে হারমানপ্রিতকে থামান নাহিদা। খানিক পর রাবেয়া খানের বলে ৩৭ রান করে ফেরেন হেমলতাও।

    তবে শেষদিকে রিচা ঘোষের ১৭ বলে ৩ চার ও এক ছক্কায় ২৮ রানের ইনিংসে ভারতের স্কোর দেড় শ ছাড়িয়ে যায়। সফরকারীদের কেবল পাঁচটি উইকেটই নিতে পারে বাংলাদেশ। দুটি করে উইকেট নিয়েছেন রাবেয়া খান ও নাহিদা আক্তার।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০