- আজ মঙ্গলবার
- ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৩ | ৪:৫৪ অপরাহ্ণ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যতে দুদেশের বন্ধুত্ব আরও জোরালো হবে।
ঢাকায় নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের আমন্ত্রণে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সৌজন্য সাক্ষাৎ করেন জিএম কাদের। এসময় তিনি এ কথা বলেন। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বন্ধুপ্রতীম দুটি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন তারা। রবার্ট সি ডিকসন বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহায়তার জন্য জিএম কাদেরকে ধন্যবাদ জানান।
এসময় রবার্ট সি ডিকসনকে ধন্যবাদ জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরও জোরালো হবে।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে তার উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।