• আজ শুক্রবার
    • ২রা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ ১৪৪৬ হিজরি

    কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিকস

    ‘বাংলাদেশের দুষ্টচক্র নিষেধাজ্ঞার জন্য যুক্তরাষ্ট্রে জোরালোভাবে তদবির করছে’

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৫৩ অপরাহ্ণ

    বাংলাদেশের ভেতরে এবং বাইরে একটি দুষ্টচক্র দেশের কর্মকর্তা ও রাজনীতিবিদদের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে জোরালোভাবে তদবির করছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিকস সোমবার (৩১ জানুয়ারি) এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।

    আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কংগ্রেসম্যান মিকস বলেছেন, তাদের কথা অনুযায়ী আমরা কাজ করবো না। সবকিছু খুঁটিয়ে দেখার পরে আমরা সঠিক পদক্ষেপ নেবো।’

    মানবাধিকার পরিস্থিতি দেখার জন্য এবছর বাংলাদেশ সফরও করতে চান গ্রেগরি। তিনি বলেন, ‘এর আগে আমি স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেস কমিটি অন এশিয়া-প্যাসিফিকের সঙ্গে কথা বলবো। যদি প্রয়োজন হয় তবে কংগ্রেসের বাংলাদেশ ইস্যু নিয়ে একটি শুনানির আয়োজন করা যেতে পারে।’

    বাংলাদেশের উপর কোনও অবরোধ দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘কয়েকজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

    প্রসঙ্গত, প্রখ্যাত আইনজীবী গ্রেগরি ১৯৯৮ সাল থেকে কংগ্রেসের সদস্য।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১