- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জুলাই ২০২৩ | ৬:১৭ অপরাহ্ণ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় টাইগার দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। সফরকারীরা প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার রহমানুউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করেছে। সিরিজ বাঁচাতে টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩২ রান।
আফগানদের বিপক্ষে সিরিজে টিকে থাকতে নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। এই সংস্করণে সর্বোচ্চ ৩২২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয় পেয়েছিল মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন লাল সবুজের দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গ্রীষ্মের তাপদাহে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা একটু কঠিন হবে টাইগারদের জন্য। তবে রাতে ব্যাটিংয়ের কারণে শেষে ব্যাট করার সামান্য সুবিধাও মিলতে পারে। ওই সুবিধা আদায়ের জন্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
শনিবার চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান করেছে সফরকারীরা। এতে জয়ের জন্য ৩৩২ রান করতে হবে লিটন দাসের দলকে।