• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা আফগানরা

    বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা আফগানরা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ নভেম্বর ২০২৪ | ৫:১৩ অপরাহ্ণ

    আফগানিস্তান ব্যাটারদের আটকানোর চেষ্টায় বাংলাদেশের পেসাররা। ম্যাচের প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। সাত রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে জুটি গড়তে চেয়েছিল আফগানরা। সেটি হতে দেননি মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় উইকেটে ২৩ রানের বেশি তুলতে পারেননি সেদিকুল্লাহ আতাল ও রহমত শাহ। মাত্র দুই রান করে সাজঘরের পথ ধরেন রহমত। দলীয় ৩০ রানে রহমতকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মুস্তাফিজ।

    দ্বিতীয় উইকেট পতনের পর আাবরও আঘাত হানেন মুস্তাফিজ। এবার তার শিকার আতাল। ৩০ বলে ২১ রান করে লেগবিফোর হয়ে বিদায় নেন তিনি। ৩৫ রানে ঘটে আফগানদের তৃতীয় উইকেটের পতন। একই ওভারে ফিজ তুলে নেন আজমতউল্লাহ ওমরজাইকে। তিন বল খেলে রানের খাতা খোলার আগেই মুশফিকের ক্যাচে পরিণত হন তিনি। স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই চার উইকেট হারায় আফগানরা।

    প্রায় তিন দশক (২৯ বছর) পর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এর বাইরে সম্প্রতি টি-টোয়েন্টি ও টেস্ট খেললেও ওয়ানডেতে দীর্ঘদিন পর মাঠে নেমেছে বাংলাদেশ। শারজায় আজ বুধবার (৬ নভেম্বর) চলছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

    টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের অবশ্য দেরি হয়নি উইকেট পেতে। তাসকিন আহমেদের হাত ধরে আসে ম্যাচের প্রথম সাফল্য। আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ইনিংসের দ্বিতীয় ওভারেই বিলিয়ে দেন নিজের উইকেট। তাসকিনের অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে যান সাত বলে পাঁচ রান করা গুরবাজ। দারুণ এক ড্রাইভে উইকেটের পেছনে ক্যাচ লুফে নেন মুশফিকুর রহিম। সাত রানে ভাঙে আফগানদের উদ্বোধনী জুটি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১