• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বাংলাদেশের সাবেক কোচকে দায়িত্ব দিলো আফগানিস্তান

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২২ | ২:৪৬ অপরাহ্ণ

    বাংলাদেশের সঙ্গে সিরিজ। তাই টাইগারদের সাবেক কোচকেই কোচিংয়ের ভার দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ল্যান্স ক্লুজনারের উত্তরসূরি হিসেবে এই দায়িত্ব পেয়েছেন স্টুয়ার্ট ল।

    ল’ এরই মধ্যে আফগানিস্তান দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিয়েছেন। তবে আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্টুয়ার্ট ল দায়িত্ব পেলেও এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন।

    ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষের পর ল’ বিভিন্ন পর্যায়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। যার সবচেয়ে বড়টি ছিল অস্ট্রেলিয়ান দলের সঙ্গে। ব্যাটিং পরামর্শক ছিলেন অজিদের। তাছাড়া শ্রীলঙ্কান দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১-১২ সালে বাংলাদেশের হেড কোচও হয়েছিলেন। তার অধীনেই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। অথচ সাফল্য উপহার দিয়ে ৯ মাসই দায়িত্বে থাকতে পেরেছেন। সরে গেছেন তার পর। এর পর ২০১৩ সালে কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের দায়িত্ব পালন করেছেন সাবেক অজি এই ক্রিকেটার।

    স্টুয়ার্ট ল এর পর আবারও বাংলাদেশে আসেন অন্য ভূমিকায়। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুব দলের টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলেন। এর পর দুই বছরের জন্য হেড কোচের দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজের।

    আফগানিস্তান ক্রিকেট দল সিলেটের ক্যাম্প শেষে এখন চট্টগ্রামে অবস্থান করছে। আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সফরকারী দলের সঙ্গী হতে রশিদ খান, রাহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবি ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম পৌঁছাবেন।

    দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকায়। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ হবে কুড়ি ওভারের ম্যাচ। ওয়ানডে ম্যাচ শুরু সকাল ১১টায়। আর টি-টোয়েন্টি বিকাল ৩টা থেকে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১